তোমার প্রিয় হতে চাই
তোমার প্রিয় হতে চাই
আমায় তোমার আচঁলে নাও বেধে।
আমি তোমার প্রিয় হতে চাই।
আমার তোমার ভাল লাগে
ওগো ভালো লাগে তাই।
আমি তোমার প্রিয় হতে চাই।
তোমার মুখের পানে চেয়ে
তোমার মুখের কথা শুনে।
আমি অমৃতেরই স্বাদ যেন পাই খুজে ।
তোমার হাটুপানে মাথা রেখে
হাতে দাও না বোলায়।
আমি ঘুমিয়ে গিয়েও যেন
তোমার পরশ খুজে পায়।
তুমি হাত দুটি মোর শক্ত করে ধর ।
আর যেথায় তুমি যাবে।
সেথায় আমায় নিয়ে চল।
যতই কাল বৈশাখী যায়
বয়ে যাক।
তুমি আমায় ভুলো না ক ।
আমি তোমায় ছেড়ে রব কিসে
কিসের আর আশায় ।
By Mahfuz Rahman
Thanks.